ব্লগার-এ লগইন ফর্ম যুক্ত করুন!!!
Sunday, October 23, 2011
অনেকেই নিজের ব্লগ বা ওয়েবসাইটকে ডায়নামিক ভিউ দেয়ার জন্য লগইন ফর্ম যুক্ত করেন। ওয়ার্ডপ্রেসে কাজটি অনেক সহজে করা গেলেও ব্লগার ইউজার লগইন সাপোর্ট করে না। তরুণ ইউজারদের জন্য ওয়ার্ডপ্রেস যথেষ্ট কঠিন একটা ব্যপার যেমনটা আমার কাছে। যেহেতু ব্লগার ইউজার লগইন সাপোর্ট করে না তাই অনেকেই ব্লগে লগইন ফর্ম অ্যাড করতে না পেরে মন খারাপ করেন। আর মন খারাপ করে লাভ নেই, এর সমাধান আমার কাছ থেকে নিন। বিকল্প উপায় হিসেবে গুগল লগইন ব্যবহার করতে পারেন আপনার ব্লগের জন্য। আমি আপনাদের জন্য একটি ইউনিক গুগল লগইন ফর্ম ডিজাইন করেছি। নিচে এই ফর্মের এইচটিএমএল কোডগুলো দেখে নিন। ভাল লাগলে মন্তব্য করবেন আশা করি। ধন্যবাদ……
Labels:
Blogging
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment