এবার আসছি সবার জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার নিয়ে যা সবাই ডাউনলোড করতে পারবেন। আসলে আমিও চাই ছোট ছোট সফটওয়্যার শেয়ার করতে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কাজের সফটওয়্যারগুলো সবসময়ই বড় হয়।কারন এগুলোর কার্যক্ষমতাও অনেক।যাইহোক প্যাচাল বাদ। দেখুন সফটগুলো কাদের কাদের দরকার হয়। যাদের দরকার তাদের ডাউনলোড করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।তাহলে শুরু করার যাক।
SALFELD CHILD CONTROL 2011

নাম শুনেই গুনীজনদের বোঝার কথা এর কাজ কি। আমার মনে হয় অনেকের জন্য অতি প্রয়োজনীয় এই সফটওয়্যারটি।বিশেষ করে যাদের বাড়ীতে উঠতি বয়সের বাচ্চা আছে কিন্তু সেইসব বাচ্চাকে মেধা বিকাশের স্বার্থে কম্পিউটার ধরতে না দিলেই নয় অথচ অভিভাবকরা বেশ চিন্তায় থাকে না জানি তাদের বাচ্চারা কোথায় কোথায় ব্রাউজ করছে,তাদের জন্য এই সফটওয়্যারটি।এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সন্তান কিংবা অপ্রাপ্তবয়স্ক শিশু ইন্টারনেটে একটা নিদৃষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে।এছাড়া আপনার বেঁধে দেয়া সময় অনুযায়ী কম্পিউটার আপনা থেকেই বন্ধ হয়ে যাবে যার ফলে শিশু আপনার অজান্তে গভীর রাত পর্যন্ত কম্পিউটার বযবহার করতে পারবে না।আর অনেক কিছু আছে যা জানতে ঘুরে আসুন ওয়েব সাইটে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনার শিশুর নিরাপত্তায় যদি সফটটি পছন্দ হয়ে থাকে তবে ডাউনলোড করুন ১৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি
সঙ্গে কী'জেন দেয়া আছে সেখান থেকে সিরিয়াল নিয়ে ফুল ভার্সন করুন।
WONDERSHARE PHOTO RECOVERY (portable)

নামে ফটো রিকভারি হলেও কামে কিন্তু অনেক কিছু রিকভারি।যেমন ডিলেট করা ভিডিও এবং মিউজিক ডিলেট করে থাকলেও তা পুনরায় উদ্ধার করতে পারবেন।

আরো বিস্তারীত জানতে ভিজিট করুন ওয়েব সাইটে। এখানে ক্লিক করুন পৌঁছে যাবেন গন্তব্যে। সফটঅয়্যারটির সাইজ মাত্র ৮ মেগাবাইট।যারা ডাউনলোডে ইচ্ছুক তারা ডাউনলোড করতে পারেন।
এটি পোর্টেবল তাই বাড়তি কোন ঝামেলা নেই। আশা করি অনেকের উপকারে আসবে সফটটি।
ZEALOTSOFT ALL VIDEO JOINER

আর চিন্তা কি? এবার নিশ্চিন্তে আপনার ধারন করা খন্ড খন্ড ভিডিওগুলো এক করুন এই সফটওয়্যারটি দিয়ে। আপনি যেকোন কিছু দিয়ে ধারন করা ভিডিওগুলো জয়েন করতে পারবেন খুব সহজেই।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।যদি পছন্দ হয় তবে ডাউনলোড করতে পারেন মাত্র ১১ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
সঙ্গে ক্র্যাক ফাইল দেয়া আছে যা দিয়ে ফুল ভার্সন করতে পারবেন নিশ্চিন্তে। ভেবে দেখুন কাজে লাগবে কি না।
STONE FILE ERASER (portable)
আমাদের কম্পিউটারে কত অপ্রয়োজনীয় জিনিসই না থাকে।অপ্রয়োজনীয় ছবি,ফাইল,মিউজিক, ইত্যাদি ইত্যাদি। এক এক করে ডিলেট করা সত্যি সময় এবং কষ্টের ব্যাপার।সে সব কিছুর সমাধান দিতেই এই সফটওয়্যারটি।এক সঙ্গে সিলেক্ট করুন সব এবং মুছে ফেলুন চোখের পলকে। সময় সাশ্রয় করুন।
কি মজা না? আরো জানতে ঘুরে আসুন ওয়েব সাইটে এখানে ক্লিক করে আর যদি আপনিও মজা পেতে চান তবে ডাউনলোড করুন মাত্র ৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
পোর্টেবল ভার্সন তাই ব্যবহার করুন কোনরকম ঝামেলা ছাড়াই।
REAL NETWORK MONITOR (portable)

অনেকেরই শখ থাকে তাদের কম্পিউটারের সত্যিকারের স্পীড কত তা জানার। মূল স্পীড, ডাউনলোড স্পীড,আপ্লোড স্পীড ইত্যাদি।তাদের জানার চাহিদাকে পূরন করতে এই সফট ওয়্যারটি।

আরো বিস্তারীত জানতে এখানেক্লিক করুন ।সফট ওয়্যারটির সাইজ মাত্র ২ মেগাবাইট।
পোর্টেবল ভার্সন তাই ব্যবহার করুন কোন রকম ঝামেলা ছাড়াই।
SNOWFOX AUDIO CONVERTER (portable)

আপনার পছন্দের অডিও ফাইলকে কনভার্ট করুন যে কোন ফরম্যাটে।নীচে কপি/পেষ্ট মারলাম।
Input File Format Support
Video
avi, mpg, mp4, mpeg, wmv, 3gp, mov, m4v, rmvb, asf, mov, Xivd, Divx, flv, mkv, etc
Audio
MP3, WMA, WAV, AAC, M4A, FLAC, OGG, MP2, AC3, AU
Output File Format Support
Audio
MP3, WMA, WAV, AAC, M4A, FLAC, OGG, MP2, AC3, AU
Output Devices Support
•iPod, iPod nano, iPod shuffle, iPod classic and iPod touch.
• iPhone, iPhone 3G
• Apple TV
• PSP, PS3, Xbox360
• Mobile phone
• MP4 players: Archos, Creative Zen, iRiver, etc.
• Windows Mobile devices: Pocket PC ইত্যাদি।
আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করে ঘুরে আসুন ওয়েবসাইট থেকে।জানতে পারবেন যা জানতে চান। আর সফটওয়্যারটির সাইজ মাত্র ৪৫ মেগাবাইট।
নিশ্চিন্ত থাকুন কারন এটিও পোর্টেবল ভার্সন।
SAVE 2 PC ULTIMATE

কোন কথা না বলে প্রথমেই এখান থেকে জেনে নিন কি কি ভিডিও আপনি ডাউনলোড সেই সাথে পছন্দমত কনভার্টও করতে পারবেন। ডাউনলোড এবং কনভার্ট একসঙ্গে মজাই মজা।

শুধু জায়গামত লিঙ্ক বসিয়ে ডাউনলোড এবং কনভার্ট করুন একসঙ্গে।
আরো বিস্তারীত জানতে এখানেক্লিক করুন।মনে রাখবেন আপনার ভার্সন ultimate. সফট ওয়্যারটির সাইজ মাত্র ৩ মেগাবাইটের কিছু কম।
সাথে সিরিয়াল দেয়া আছে তা দিয়ে ফুল ভার্সন করে নিন।
HD CLONE PRO 4 (portable)

backup,recovery,cloninig থ্রী ইন ওয়ান বলতে পারেন।

আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।আর ডাউনলোডের সাইজ? মাত্র ১৩ মেগাবাইট।
পোর্টেবল তাই নো চিন্তা ডু ফূর্তি।
PRODUCT KEY EXPLORER

প্রায় ৩০০০ জনপ্রিয় সফটওয়্যারের সিরিয়াল খুঁজুন এই সফটওয়্যারের মাধ্যমে। ফটোশপ,উইন্ডোজ এক্সপি,ভিস্তা,সেভেনের সিরিয়াল,মাইক্রোসফট অফিসের সিরিয়াল,বিভিন্ন জনপ্রিয় গেম এবং আরো জনপ্রিয় ৩০০০ সফটওয়্যারের সিরিয়াল খুঁজে পেতে সাহায্য করবে এই সফটওয়্যারটি।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন। আর সফটওয়্যারটির সাইজ মাত্র ২ মেগাবাইট।
পোর্টেবল তাই আর কিছু বললাম না।
FUTURE AUDIO WORKSHOP

বিস্তারীত বুঝিয়ে গুছিয়ে লিখতে পারবো না এটি সম্পর্কে । জানার জন্য লিঙ্ক দিলাম এখানে ক্লিক করুন। ডাউনলোড মাত্র ১৪ মেগাবাইট।
সঙ্গে ক্র্যাক ফাইল দেয়া আছে ফুল ভার্সন করার জন্য।
POSTERAZOR

একটি ছোট ছবিকে এই সফটওয়্যারটির মাধ্যমে কেটে টুকরো টুকরো করে পরে তা এক একটি পার্ট প্রিন্ট করার পরে জোড়া লাগিয়ে পোষ্টার সাইজ ছবি বানাতে পারবেন।

বিস্তারীত জানতে এখানেক্লিক করুন। এটির সাইজ মাত্র ২ মেগাবাইট।
এটিও পোর্টেবল তাই বিশেষ কিছু বলার নেই।
HTML GUARD

আপনার ওয়েবসাইটকে কপি/পেষ্ট এর হাত থেকে রক্ষা করার অন্যতম একটি সফটওয়্যার।আসুন দেখা যাক এই সফটওয়্যারটি তার বিশ্বাস যোগ্যতার জন্য কি কি এওয়ার্ড পেয়েছে তার একটা নমুনা।

যারা HTMLএর কাজ জানেন তারা ভালো বলতে পারবেন এর সম্পর্কে।আর তাই আমন্ত্রন জানাচ্ছি এখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যাতে আরো বেশী করে জানতে পারেন। আর এর সাইজ মাত্র ৮ মেগাবাইট। আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোডের পর ফাইলের ভিতরে সিরিয়াল সহ ফুল ভার্সন এবং পোর্টেবল ভার্সন দু'টোই পাবেন।ব্যবহার করুন যেটা আপনার পছন্দ।
PIXOLOGIC ZBRUSH V.4.0"R2 (exclusive)

আপনি কি জানেন একটি নরম মাটির টুকরোকে কিভাবে বিভিন্ন রুপ দেয়া যায়? এই সফটওয়্যারটির কার্য্যক্রমও সে রকমই। সত্যিকার অর্থেই একটি মহামূল্যবান সফটওয়্যার এটি। প্রথমেই আসুন ঘুরে আসি এদের ওয়েব সাইট থেকে। প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
ভিতরে যা যা দেখলেন তার সবই এই সফটওয়্যারটি দিয়ে তৈরী। অন্যসব 3D তৈরির মত সফটওয়্যার নয় এটি।একদম অন্যরকম।

আসুন এবার ডাউনলোডের পালা। এটির সাইজ ৩৮৮ মেগাবাইট ।
পার্টগুলো রড/সিমেন্ট দিয়ে জোড়া লাগান।এরপর ইন্সটল করুন।কী'জেন খুলুন।এরপর ডেস্কটপে থাকা আইকোনে ক্লিক করুন।এমন পেজ খুলবে।

দেখানো মতে ক্লিক করলে নীচের মত পেজ খুলবে।

১ নং থেকে কপি করুন
২ নং জায়গায় পেষ্ট করুন
৩ নং জায়গায় ক্লিক করুন
৪ নং জায়গা থেকে কপি করুন সিরিয়াল নাম্বার
৫ নং জায়গায় গিয়ে ক্লিক করুন
এবার সফটওয়্যারটি এমনভাবে খুলবে যে আপনি কম্পিউটারের কোন অপশনই আর নারাচারা করতে পারবেন না।কোন বোতাম কাজ করবে না শুধু সিরিয়াল কপি করার জায়গা ছাড়া।এক্ষত্রে আপনি ctrl+v চাপুন তাহলে কপিকরা সিরিয়াল পেষ্ট হয়ে যাবে। অথবা সাহায্য নিন অভ্রর।তাহলে নীচে কীজেন দেখতে পাবেন ট্রেতে।

সিরিয়াল কপি করে পেষ্ট করলেই পেয়ে যাবেন ফুল ভার্সন।কারো বুঝতে অসুবিধা হলে জানাবেন।
কাল রবিবার।মধ্যপ্রাচ্যসহ ইউরোপ/আমেরিকায় ঈদ।বাংলাদেশে সোমবারে। আসুন সবাই ঈদের আনন্দ উপভোগ করি প্রান খুলে। ঈদ শুভেচ্ছা সবাইকে।
ভালো থাকবেন সবাই। ||| আল্লাহ হাফেজ |||
0 comments:
Post a Comment