২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন

Saturday, November 12, 2011


ছবি এডিট করার জন্য তো আমরা অনেক ধরণেরই সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যার ব্যবহারে আবার অনেক ধরণের ঝামেলাও হতে পারে। কারণ এক সফটওয়্যার দিয়ে সব চাহিদা পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই আসুন আজকে কয়েকটা অনলাইন ফটো এডিটিং সাইট সম্পর্কে জানার চেষ্টা করি।

১। befunky

befunky

এই সাইটে আপনি যেই কাজ গুলা করতে পারবেন তা হলো :
বিভিন্ন ধরণের ফটো ইফেক্ট দিতে পারবেন । যেমন

এই ফটোর কয়েকটা এডিট হতে পারে এরকম

আরো অনেক ধরণের ফটো ইফেক্ট পাবেন এই সাইটে।
আরেকটি মজার ইফেক্ট হলো তুলি-পেন্সিল দিয়ে ছবি আকার মতো ইফেক্ট দেয়া যায়। নিচে দেখুন

এছাড়া ছবি রিসাইজ, শার্পনেস, কালার ঠিক করা সবই ঐ সাইটে করা যায়।

2. majmygip

এই সাইটের বৈশিষ্ট হচ্ছে আপনি এটা দিয়ে আপনার ফটোর কাভার তৈরী করতে পারবেন। সাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো কাভার দেখতে পাবেন । আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করুন ।

এবার পরের অপশনে ছবি আপলোড করুন । দেখবেন ছবির কাভার তৈরী হয়ে গিয়েছে। আমি করলাম একটা

3. photofun

এই সাইট দিয়ে ৩ টি মজার ইফেক্ট তৈরী করা যায় । নিচে দেখুন

4.  20yrs

এই সাইটে ছবি আপলোড করার পর এডিট করলে দেখতে পারবেন আপনার ২০ বছর পর চেহারা কেমন হবে। বলুনতো নিচের ছবিটা কার

5.  wanko

এই সাইটে আপনি ছবি আপলোড করার পর এডিট করে পুরোনো দিনের ইফেক্ট দিতে পারবেন ।
আমাদের জাতীয় সংসদের বর্তমান ছবি

এডিট করার পর

6.  citry

এই সাইটি আমার মনে হয় সবচেয়ে বেশি কাজের । কারণ এটা দিয়ে আপনি বিভিন্ন ধরণের ইফেক্ট দেয়া ছাড়াও আপনার মুখে কোনো লাল লাল দাগ বা ব্রণের দাগ থাকলে এগুলা মুছে দেওয়ার অপশন ছবি এডিট করার সময় এই সাইট টি থেকে পাওয়া যাবে ।

ছবির উজ্জলতা বাড়ানো যায়

পেন্সিল স্কেচ করা যাবে আপনার ছবির

7.  pijap

এটা আরো মজার । এটার একটা বিশেষ ফিচার হলো , আপনি একটা ছবি থেকে যেকোনো অংশ কেটে আবার ঐ ছবিতে যোগ করতে পারবেন। নিচে দেখুন

8. http://adf.ly/3gx9r

এই সাইট দিয়ে আপনি এনিমেশনের মতো ছবি বানাতে পারেন। সেভ করে দেখলে বুঝতে পারবেন।
আর এটা দেখুন

9.  http://adf.ly/3gxAP

http://www.dumpr.net/
কয়েকটা মজার এডিটিং এর উদাহরণ দেখায়...।


10.  foto

এই সাইট টা হচ্ছে শধু ছবি নিয়ে মজা করার জন্য। আপনি এতে বিভিন্ন মজার মজার টেম্পলেট যোগ করতে পারেন, তারপর নিজের লিখা যোগ করতে পারেন , এছাড়া ফেস পরিবর্তন সহ
আরো অনেক কিছু । নিচে কয়েকটা উদারণ দিলাম


11. hetemale

http://www.hetemeel.com/einsteinform.php
এই সাইটে ছবি এডিট করা হয় না । কোনো কিছু লিখার অপশন থাকে পরে সেটা ছবি আকারে দেখা যায় । নিচের ছবি দেখুন

12.  http://adf.ly/3gxDD

http://www.pixisnap.com/
সাইটে গেলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। আমি একটা উদাহরণ দিলাম

13. pixlar

http://www.pixlr.com/
এটাও একটা চমতকার এবং অনেক কাজের ফটো এডিটিং সাইট। এটাকে আপনি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ।
কারণ ফটোশপের প্রায় বেশিরভাগ সুবিধাই আপনি এখানে পাবেন।

14. avary

http://aviary.com/tools/image-editor
এখানে অনেক দ্রুত কাজ করা যায় এবং এডিটিং টুল ও অনেক বেশি।

এছাড়া আরো কয়েকটি ছবি এডিট করার সাইট হলো :

  • http://blingee.com/
  • http://www.pizap.com/application.php
  • http://www.fotocrib.com/

1 comments:

Blogger said...

Did you know that you can create short urls with BCVC and earn money from every visitor to your short links.

Post a Comment